সুপার টাইফুন
সুপার টাইফুন ‘ইয়াগির’ আঘাতের কারণে ৩০০ ফ্লাইট বাতিল করবে ভিয়েতনাম
ভিয়েতনাম সুপার টাইফুন ইয়াগির আঘাত হানার কারণে শনিবার ২৪০টি অভ্যন্তরীণ ও ৭০টি আন্তর্জাতিক ফ্লাইটসহ ৩৩০টির বেশি ফ্লাইট বাতিল করবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
ইতোমধ্যে শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে চারটি বিমানবন্দর রাজধানী হ্যানয়ের নোই বাই, কোয়াং নিনহের ভ্যান ডন, হাই ফংয়ের ক্যাট বি এবং থান হোয়ার থো জুয়ান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: টাইফুন গায়েমি: ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩
হ্যানয়, হাই ফং, থাই বিন, হা নাম সহ উত্তরে টাইফুনের সরাসরি আঘাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে শনিবার দেশটির উত্তরাঞ্চলের ১০টি এলাকার ৫৬ লাখ শিক্ষার্থীর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সুপার টাইফুন মোকাবিলায় ভিয়েতনাম ৪ লাখ ৫৭ হাজার ৪৬০ জন সামরিক সদস্য এবং ১০ হাজার ১০০ যানবাহন মোতায়েন করেছে।
ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে ৪০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: টাইফুন আম্পিল: টোকিওতে ট্রেন ও ফ্লাইট বাতিল
৩ মাস আগে