টেকনিক্যাল স্টুডেন্ট মুভমেন্ট
তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটের সৃষ্টি
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে আশেপাশের এলাকাগুলো সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
সোমবার দুপুর ১২টার দিকে 'টেকনিক্যাল স্টুডেন্ট মুভমেন্টের' ব্যানারে ৬ দফা দাবি আদায়ে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান জানান, ‘অবরোধের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। যারা অবরোধ করছেন, তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন: গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাড়ে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
৩ মাস আগে