পুলিশ সুপার কাফী
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী
রাজধানীর মিলিটারি ইনস্টিটিউটের ছাত্র শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দীনের আদালত এ আদেশ দেন।
এর আগে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় গত ২৫ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেন ইয়ামিনের বাবা।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা: অভিযুক্ত ২ পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রতিহত করতে উসকানিমূলক বক্তব্য দেন।
তার সেই আদেশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।
এর পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই দুপুর দেড়টায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা চালায়। তারা ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া গাড়িতে তুলে নিয়ে বুকের বাম পাশে গুলি করে।
এ অবস্থায় কর্তব্যরত পুলিশ সদস্যরা ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের উপরে তুলে নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থী-জনতাকে ভয়ভীতি দেখানোর জন্য গাড়ি চালাতে থাকে।
পরে ইয়ামিনকে রাস্তায় প্রায় মৃত অবস্থায় ফেলে দেওয়া হয় এবং একজন পুলিশ সদস্য সাঁজোয়া যান থেকে নেমে এসে আবারও তার পায়ে গুলির নির্দেশ দেন। ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে হিঁচড়ে রাস্তার বিভাজকের পাশে ফেলে দেন।
পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করা হয়। পরদিন হাজারীবাগ থানার একটি মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: তৌফিক-ই-ইলাহীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
৩ মাস আগে