ফেয়ার প্লে
বেতনসীমায় বড় লাফ দিলেও রিয়ালের ধারেকাছেও নেই বার্সেলোনা
আর্থিক সংকটে ভুগতে থাকায় গত মৌসুমে ফুটবল ক্লাব বার্সেলোনার বেতনসীমা ২৭০ মিলিয়ন ইউরো থেকে ২০৪ মিলিয়নে নামিয়ে দেয় লা লিগা। তবে চলতি ২০২৪-২৫ মৌসুমে এই সীমায় বড় লাফ দিয়েছে কাতালুনিয়া জায়ান্টরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলা ফুটবল ক্লাবগুলোর বেতনসীমার তালিকা প্রকাশ করেছে লা লিগা। এতে দেখা যায়, গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ক্লাবটির বেতনসীমা দ্বিগুণের বেশি বেড়ে ৪২৬ মিলিয়ন ইউরোতে উঠেছে।
তবে ৭৫৪ মিলিয়ন ইউরো নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত বছর তাদের বেতনসীমা ছিল ৪৯৩ মিলিয়ন ইউরো। এছাড়া ১৪ মিলিয়ন বেড়ে চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের বেতনসীমা দাঁড়িয়েছে ৩১০ মিলিয়ন ইউরোতে।
৩ মাস আগে