বাস উল্টে
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ ২ জন নিহত
নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কয়েকজন।
বুধবার (১ জানুয়ারি) মহাদেবপুরের খুন্তি মোড় এলাকায় মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং ওই গ্রামের বাসিন্দা স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। মোশারফ হোসেন বাসের সুপারভাইজার ছিলেন।
মহাদেবপুর থানা পুলিশ সূত্র জানায়, পত্নীতলার নজিপুর থেকে যাত্রীবাহী বাসটি নওগাঁয় আসার পথে মহাদেবপুরের খুন্তি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশারফ হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আরিফুল, আফতাব ও বাসের কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফতাবের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ‘বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে।’
নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হাসমত আলী।
৮৯ দিন আগে
ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার ভোর রাতের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সদরদী বাবনা তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমরান ট্রাভেলস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদ বলেন, বাসটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত ও ১০ জন যাত্রী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
৩৮৮ দিন আগে
বীরগঞ্জে বাস উল্টে ২০ যাত্রী আহত
দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে বীরগঞ্জ উপজেলার পাঁচপীরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৫
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তহমিনা পরিবহনের একটি বাস (সিলেট-জ ১১-০২৯১) বীরগঞ্জ উপজেলার পাঁচপীরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদে পড়ে যায়। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল হতে ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ৮
মাদারীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ১০
৪০১ দিন আগে
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ তরুণী নিহত
কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা ১২ টার দিকে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে দৌলতপুর উপজেলার প্রাগপুর যাওয়ার পথে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মুত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।এছাড়াও,আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: নিহত বেড়ে ২
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৮৯৬ দিন আগে
খুলনা-পাইকগাছা মহাসড়কে বাস উল্টে নিহত ১
সাতক্ষীরার তালার শাহাপুর এলাকায় বাস উল্টে একজন নিহত এবং সাত জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস উল্টে ২ যাত্রী নিহত
নিহত সাজ্জাদ আলী সরদার (৫০) তালা উপজেলার পাটকেলঘাটার আমানুল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এই সময় বাসে থাকা সাত জন যাত্রী আহত হন। তাদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৯২৬ দিন আগে
সিলেটে বাস উল্টে ৩০ যাত্রী আহত
ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে সিলেটে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছে।
পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩
ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ চাচাতো ভাইয়ের মৃত্যু
৯৯৭ দিন আগে
রামুতে বাস উল্টে বৃদ্ধ নিহত
কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর দক্ষিণ মিটাছড়ির কাইম্যারঘোনা স্টেশনে রবিবার সকালে বাস উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হন।
১৫৮৩ দিন আগে
চবি শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টে আহত ২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মনিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে আসছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি হাটহাজারীর মনিয়াপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
১৮৭৩ দিন আগে