বাসের ধাক্কায়
পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭
পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও সাতজন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুরে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে দুই ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত
নিহতরা হলেন- পাবনা উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) ও একই উপজেলার ইসলাম গাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।
আহতরা হলেন- গাঁতি গ্রামের হামিদুল ইসলাম, রেজাউল করিম, সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম, ইসলাম গাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আব্দুল আজিজ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। সাহাপুর এলাকায় পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়া সাব্বির পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সব যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিমুল ও সফর মারা যান। বাকি সাতজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় ৫ জনের মৃত্যু
নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের
১ মাস আগে