কমিশনের নতুন প্রধান
সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান হলেন অধ্যাপক আলী রীয়াজ
সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কার উদ্যোগের জন্য ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন এবং প্রতিটি কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংলগ্ন সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক' নামকরণ
প্রাথমিকভাবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম ঘোষণা করা হয়। তবে এখন তার জায়গায় অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র নন-রেসিডেন্ট ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) সভাপতি।
আরও পড়ুন: আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে: ড. ইউনূস
৩ মাস আগে