চা দোকানি
চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানের চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামের এক দোকানির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
নিহত যুবক শাহিন মিয়া ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শাহিন নিজ দোকানে চা তৈরির জন্য চুলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারের উপস্বাস্থ্য কেন্দ্র ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল শ্রমিকের মৃত্যু
৩ মাস আগে