৪৬ জনের বিরুদ্ধে মামলা
সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ৫ সাংবাদিকসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও ডাকবাংলোয় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ৫ সাংবাদিকসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
৫ সাংবাদিক হলেন- দৈনিক আমাদের সময় মাধবপুর প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া, দৈনিক সংবাদের মো. এরশাদ আলী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, দৈনিক জননী প্রতিনিধি মো. নাহিদ মিয়া ও দৈনিক প্রতিদিনের বাণীর মিজানুর রহমান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা গাড়ি ও সরকারি ডাকবাংলোতে অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলাটি বর্তমানে তদন্ত চলছে। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। মাহবুব আলী ঢাকায় একটি মামলায় কারাগারে রয়েছেন।
সাংবাদিকদের আসামি করা প্রসঙ্গে মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া ক্ষোভ প্রকাশের করে বলেন, ইদানিং রাজনৈতিক মামলায় সাংবাদকর্মীদেরও বলির পাঠা বানানো হচ্ছে। এ ধরনের হয়রানি থেকে সাংবাদিকদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: কুমিল্লায় নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের
৩ মাস আগে