টের স্টেগেন
বার্সায় খেলতে চান রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক!
গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন চোটের মিছিলে যোগ দেওয়ায় বিপদে পড়েছে বার্সেলোনা। চোটে চলতি মৌসুম প্রায় শেষই হয়ে গেছে ৩২ বছর বয়সী এই জার্মান গোলরক্ষকের।
ঘটনাটি গত রোববারের। লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে সেদিন শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরইমাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান তিনি।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
নতুন গোলরক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠক করে বার্সেলোনার পরিচালানা পর্ষদ। বৈঠকে শীতকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফ্রি এজেন্ট কাউকে দলে ভেড়াতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া পত্রিকা কোপের সাংবাদিক হেলেনা কন্দিস।
এরইমধ্যে বেশ কয়েকজন গোলরক্ষেকের নামও আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
এই তালিকায় সবার ওপরে রয়েছেন অবসরে যাওয়া ক্লাবটির সাবেক চিলিয়ান গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। ব্রাভো আগেই বলে দিয়েছেন, বার্সেলোনা চাইলে অবসর ভেঙে এই আপৎকালীন পরিস্থিতিতে ক্লাবটিকে সহযোগিতা করতে প্রস্তুত তিনি।
তবে এর চেয়েও বড় খবর হচ্ছে, রিয়াল মাদ্রিদের সাবেক এক গোলরক্ষক বার্সেলোনার গোলমুখ সামলাতে চান।
শুনতে অসম্ভব মনে হলেও এমনই খবর দিয়েছেন ট্রান্সফার গুরু ইতালিয়ান সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো।
২ মাস আগে
টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
চোটের কারণে মৌসুমই প্রায় শেষ হয়ে গেছে বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের। ফলে নতুন করে তার বিকল্প খুঁজতে হচ্ছে ইতোমধ্যে আর্থিক সংকটে জর্জরিত ক্লাবটিকে। তবে দ্বিতীয় গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার ওপরই আস্থা রাখার কথা জানিয়েছেন বার্সা বস হান্সি ফ্লিক।
ভিয়ারিয়ালের মাঠে গত রোববার খেলতে গিয়ে শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরই মাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান ৩২ বছর বয়সী এই জার্মান।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
২ মাস আগে
বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর লিগ ম্যাচে ফের জ্বলে উঠল বার্সেলোনা। হারের হতাশা ভুলে ভিয়ারিয়ালের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরল হান্সি ফ্লিকের দল।
এস্তাদিও দে লা সিরামিকায় স্থানীয় সময় রবিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
প্রথমার্ধে রবের্ট লেভানডোভস্কি জোড়া গোল করে দলকে এগিয়ে নিলে বিরতির পরই ব্যবধান বাড়ান চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে জায়গা পাওয়া বার্সেলোনা মিডফিল্ডার পাবলো তোরে। এরপর আরও দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন পুরো ম্যাচজুড়ে আলো ছড়ানো রাফিনিয়া। অন্যদিকে, প্রথমার্থে ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন আয়োসে পেরেস।
অবশ্য হ্যাটট্রিক করতে পারতেন লেভানডোভস্কি, তবে পেনাল্টি মিস করায় সে গৌরব থেকে বঞ্চিত হয়েছেন এই পোলিশ তারকা। দুই গোলে লা লিগায় ৬ ম্যাচে ৬ গোল ও দুটি অ্যাসিস্ট হলো তার। এছাড়া পাঁচ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন রাফিনিয়া।
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
এই দুজনের পাশাপাশি লামিন ইয়ামালের কথা উল্লেখ না করলেই নয়; চলতি মৌসুমে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলে প্রতি ম্যাচে অন্তত একটি গোলে অবদান রেখেছেন ১৭ বছরে পা দেওয়া এই স্প্যানিশ তরুণ। গোল-অ্যাসিস্ট মিলিয়ে (লেভানডোভস্কির সমান আটটি) সর্বোচ্চ অবস্থানে রয়েছেন তিনি। লিগে এখন পর্যন্ত তিন গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি।
স্কোরলাইন দেখে ম্যাচটি একপেশে মনে হলেও পুরো ম্যাচজুড়ে এক মুহূর্তের জন্যেও বার্সেলোনাকে ছেড়ে কথা বলেনি ভিয়ারিয়াল। বার্সা একবার আক্রমণে উঠলে পরমুহূর্তে আক্রমণে উঠেছে মার্সেলিনোর শিষ্যরা। তবে অফসাইড আর ভাগ্যের ফেরে বল পোস্টে লাগায় বেশ কয়েকটি গোলবঞ্চিত হয়েছে তারা।
ম্যাচজুড়ে বার্সেলোনার ১৬টি শটের বিপরীতে ১৪টি শট নেয় ভিয়ারিয়াল। তবে শট লক্ষ্যে রাখার ক্ষেত্রে ভিয়ারিয়ালকে পেছনে ফেলেছে বার্সেলোনা; তাদের ১০ শট লক্ষ্যে থাকলেও মাত্র চারটি শট গোলমুখে রাখতে পারে ভিয়ারিয়াল।
শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় ভুলের পর ম্যাচ হারায় টের স্টেগেনকে অনেকে কাঠগড়ায় তুললেও এ ম্যাচের শুরু থেকেই চমক দেখাতে থাকেন এই গোলরক্ষক। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দলকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচাতে গিয়ে চোট পান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলে সুস্থ না হওয়ায় পরে স্ট্রেচারে শুয়ে তাকে মাঠ ছাড়তে হয়।
২ মাস আগে