রদ্রিগো
আতলেতিকোর অপরাজেয় যাত্রা থামিয়ে ‘মাইলফলক’ রাঙাল রিয়াল
সবশেষ চারবারের দেখায় আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে এসে অবশেষে দলটির সেই অপরাজেয় যাত্রা থামিয়েছে টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলটি।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোল করে রদ্রিগো রিয়ালকে এগিয়ে নেওয়ার পর ৩২তম মিনিটে হুলিয়ান আলভারেসের দর্শনীয় গোলে সমতায় ফেরে আতলেতিকো। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের পার্থক্য গড়া গোলটি করেন রিয়ালের স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াস।
এই জয়ে অল্প ব্যবধানে হলেও আতলেতিকোর চেয়ে এগিয়ে রইল রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার ফিরতি লেগে আতলেতিকোর মাঠে খেলতে নামবে শিরোপাধারীরা।
আরও পড়ুন: আর্জেন্টাইন স্পাইডারম্যানের গোলে শীর্ষে উঠল আতলেতিকো মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে ৫০০তম ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়ার রাতে চতুর্থ মিনিটে গোল করে শুরুতেই এদিন উত্তেজনার পারদ চড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় উইঙ্গার রদ্রিগো। নিজেদের অর্ধ থেকে ফেদেরিকো ভালভের্দের ডান পাশের টাচলাইন ধরে বাড়ানো পাস ধরে দুর্দান্ত গতিতে এগিয়ে যান রদ্রিগো। এরপর আতলেতিকোর দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে ঢুকে দূরের পোস্টে অসাধারণ এক শট নেন তিনি, আর ঝাঁপিয়ে পড়া ইয়ান ওবলাকের আওতার বাইরে দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায় বল। ফলে উল্লাসে ফেটে পড়ার উপক্রম হয় বের্নাবেউ।
এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগোর ২৫তম গোল। এর ফলে পঞ্চম কনিষ্ঠ ফুটবলার হিসেবে ২৫ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ২৪ বছর ৫৪ দিন বয়সে এই কীর্তি গড়া রদ্রিগোর উপরে রয়েছেন রাউল গন্সালেস (২৩ বছর ২৫২ দিন), লিওনেল মেসি (২২ বছর ২৮৬ দিন), কিলিয়ান এমবাপ্পে (২২ বছর ৮০ দিন) ও আর্লিং হালান্ড (২২ বছর ৪৭ দিন)।
২৩ দিন আগে
বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম ছয় ম্যাচের তিনটি হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছিলেন যে সেরা আট নয়, প্লে-অফে টিকে থাকার লক্ষ্যে খেলবে রিয়াল মাদ্রিদ।
তবে সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোর টিকিট পাওয়ার আশা কাগজে-কলমে টিকিয়ে রাখতে সপ্তম ম্যাচটি শুধু জিতলেই হতো না রিয়ালের, বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল দলটির। আর সেটিই করে সেই আশা বাঁচিয়ে রেখেছে আনচেলত্তির শিষ্যরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে রেডবুল জালৎসবুর্গের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
এদিন প্রথমার্ধে রদ্রিগোর জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ভিনিসিয়ুসও। মাঝে একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
আরও পড়ুন: দুর্দান্ত প্রত্যাবর্তনে সিটিকে বাদ পড়ার শঙ্কায় ফেলে জিতল পিএসজি
দারুণ এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছে ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপরে জার্মানির দুই ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ।
সরাসরি শেষ ষোলোর টিকিট আদায় করতে অনেক জটিল হিসাব-নিকাশ সামনে রেখে আগামী মঙ্গলবার লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
খুব বড় নাম না হলেও চলতি মৌসুমে বায়ের লেভারকুজেনের বিপক্ষে ড্র ও বার্সেলোনাকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে থাকা দলটির আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। সেরা আটে জায়গা করে নিতে তাই এমবাপ্পে-ভিনিসিয়ুসদের মোটেও ছেড়ে কথা বলবে না তারা।
অপরদিকে, সাত ম্যাচের মাত্র একটি জিতে অস্ট্রিয়ান ক্লাব জালৎসবুর্গের পরের ধাপে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছে। আগামী বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে তারা।
আরও পড়ুন: বায়ার্নকে হারিয়ে ফেয়েনুর্ডের চমক
দিনের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ডাচ ক্লাব ফেয়েনুর্ড। এছাড়া পিএসজির বিপক্ষে ২-০ এগিয়ে গিয়েও ৪-২ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মিলান ও এসি মিলান। আর দিনামো জাগরেবকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের তিনে উঠে গেছে মিকেল আর্তেতার আর্সেনাল।
৬৪ দিন আগে
সহজ জয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
ধীরগতির ফুটবল ম্যাচে তেমন কোনো চ্যালেঞ্জ ছাড়াই অনুমিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়নরা। পাশাপাশি আরও একটি এল ক্লাসিকো ফাইনাল দেখার সুযোগ মিলল ফুটবলভক্তদের।
সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাড়েমেড়ে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও তেমন কোনো উত্তেজনা ছড়াতে পারেনি দুই দল। তবে তিনটি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
৬৩তম মিনিটে খানিকটা ভাগ্যের জোরে রিয়ালের গোলের খাতা খোলেন জুড বেলিংহ্যাম। ডান পাশ দিয়ে চমৎকার এক আক্রমণে উঠে মায়োর্কার বক্সে ঢুকে পেনাল্টি স্পটের দিকে ব্যাক পাস দেন ভিনিসিয়ুস। তা থেকে দূরের পোস্টে শট নিলে রদ্রিগোর সেই শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে সঙ্গে সঙ্গে গোলে শট নেন এমবাপে, তবে দারুণ ক্ষিপ্রতায় মায়োর্কা গোলরক্ষক তা ফিরিয়ে দিলে সামনে থাকা বেলিংহ্যাম পেয়ে যান। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষক ও ডিফেন্ডারদের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে হতাশ হয় মায়োর্কা।
গোল খাওয়ার পরও সমতায় ফিরতে তেমন জোর চেষ্টা ছিল না দলটির। এর মাঝে সুযোগ তৈরি অব্যাহত রাখে রিয়াল মাদ্রিদ। আর তা প্রতিহত করতেই সময় যায় মায়োর্কার খেলোয়াড়দের।
আরও পড়ুন: বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
এমতাবস্থায় নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হলে ১-০ গোলেই ম্যাচ শেষ হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। তবে অতিরিক্ত যোগ করা ৬ মিনিটের তৃতীয় মিনিটে এমবাপের শট প্রতিহত করতে গিয়ে বলের দিক পরিবর্তন করে দেন মায়োর্কা ডিফেন্ডার মার্তিন ভালিয়েন্ত। আর বল জালে জড়িয়ে গেলে আত্মঘাতী গোলের গ্লানিতে পুড়তে হয় তাকে।
এর দুই মিনিট পর গোল পেয়ে যান রদ্রিগোও। লুকাস ভাসকেসের বাড়ানো বল থেকে গোল আদায় করে নিয়ে স্কোরলাইন ৩-০ করে ফেলেন তিনি। এতে দলকে ফাইনালে নেওয়ার পাশাপাশি গোল করে নিজের জন্মদিন উদযাপন করেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।
আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেদিন জিতলে সুপার কাপ জয়ের হিসাবে চির প্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে রিয়াল (১৩)।
গত মৌসুমেও সুপার কাপে এল ক্লাসিকো ফাইনাল দেখেছিল ফুটবল বিশ্ব। সেবার বার্সাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্তমান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীরা। টানা দ্বিতীয়বার ফের ফিরতে চলেছে সেই একই ফাইনাল।
৭৭ দিন আগে
মাঠে নামার আগে রিয়াল শিবিরে ফের দুঃসংবাদ
চোট সমস্যা যেন শেষ হয়েও হচ্ছে না রিয়াল মাদ্রিদের। এই তো গতকালই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও ডেভিড আলাবার সেরে ওঠার খবর দিয়েছিল ক্লাবটি। এরপরই দুঃসংবাদ দিয়েছে তারা, জিরোনা ম্যাচ থেকে ছিটকে গেছেন রদ্রিগো।
শনিবার রাতে লা লিগায় জিরোনার মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এ উপলক্ষে বর্তমানে জিরোনায় অবস্থান করছে রিয়াল মাদ্রিদ দল। তবে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছেন রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় বাঁ পায়ের উরুর পেশীতে ব্যাথা পেয়েছেন রদ্রিগো। তাই সতর্কতার অংশ হিসেবে জিরোনার বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী এই ব্রাজিলীয় উইঙ্গার। শারীরিক পরীক্ষার পর বোঝা যাবে, পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা।
আরও পড়ুন: ভিনিসিউস-আলাবাকে নিয়ে সুখবর দিল রিয়াল মাদ্রিদ
দলের মূল খেলোয়াড়রা একের পর এক চোটে পড়ায় এমনিতেই খেলোয়াড় সংকটে ভুগছে রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় ক্লাবের যুব দল থেকে ফুটবলার নিয়ে জিরোনায় গিয়েছে তারা।
এ বিষয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, গতকাল (শুক্রবার) কাস্তিয়ার (যুব দল) হয়ে খেলার কারণে জিরোনা ম্যাচে গনসালো ও চেমাকে রাখা হয়নি। তাদের পরিবর্তে দলের সঙ্গে গিয়েছে দানি ইয়ানিয়েস।
কাদিসে জন্ম নেওয়া ইয়ানিয়েস ইতোমধ্যে নিজের প্রতিভার সাক্ষর রেখেছে। অনূর্ধ্ব-১৯ যুব লিগে পাঁচ ম্যাচে ইতোমধ্যে চার গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ম্যাচেও দলের সঙ্গে ছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, তবে সেদিন তার আর মাঠে নামার সুযোগ হয়নি। তবে কার্লো আনচেলত্তি যদি আজ তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন, তবে আজ রাতেই রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে লা লিগায় অভিষেক হয়ে যেতে পারে এই স্প্যানিশ তরুণের।
আরও পড়ুন: ‘মিস পেনাল্টি’ খেতাব পেয়ে এমবাপ্পে বললেন, দেখিয়ে দেওয়ার সময় হয়েছে, আমি কে
বাংলাদেশ সময় রাত ২টায় জিরোনার মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চমক দেখানো জিরোনার অবস্থা এ মৌসুমে তথৈবচ। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা।
অপরদিকে, আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরে কাতালুনিয়ায় গিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচটি জিতলে তাই পয়েন্ট ব্যবধান ১-এ নিয়ে আসতে পারবে তারা।
অবশ্য কিছুক্ষণ পরই রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি জিতে রিয়ালের ম্যাচ শুরুর আগেই পয়েন্ট ব্যবধান ৭ বানিয়ে ফেলার সুযোগ থাকবে তাদের সামনেও।
রিয়াল মাদ্রিদের পরিবর্তিত স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রিই লুনিন, সের্হিও মেস্ত্রে।
ডিফেন্ডার: লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, ফ্রান গার্সিয়া, আন্টনিও রুয়েডিগার, ফেরলঁ মঁদি, রাউল আসেনসিও।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে, লুকা মদ্রিচ, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, এন্দ্রিক ফেলিপে, ব্রাহিম দিয়াস, দানি ইয়ানিয়েস।
১১০ দিন আগে
এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ
শুরুতে পিছিয়ে পড়েও ৫-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এর মাঝেই দুটি চোটের খবর পেল দলটি।
পরবর্তী ম্যাচে লা লিগায় শনিবার বার্সেলোনাকে সান্তিয়াগো বের্নাবেউতে আতিথ্য দেবে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচের আগে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস।
ডর্টমুন্ড ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতেই উরুতে টান লাগায় মাঠ ছাড়তে হয় রদ্রিগোকে। এরপর বুধবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটটি গুরুতর না হলেও কয়েকদিনের জন্য রদ্রিগোকে পাবে না রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার পায়ে এমআরআই করার পর তার চিকিৎসা শুরু হবে। তবে পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে স্কোয়াডে দেখা যেতে পারে বলে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
আরও পড়ুন: রিয়ালের অগ্নিঝরা ফুটবলে পুড়ে ছাই ডর্টমুন্ড
এছাড়া ম্যাচ শেষে জানানো হয়, পায়ে চোট পেয়েছেন গোলরক্ষক কোর্তোয়াও। গত মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে যেখানে চোট পেয়েছিলেন, সে স্থানেই ফের ব্যথা অনুভব করেছেন এই বেলজিয়ান।
কোর্তোয়াকে নিয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, পায়ের পেশিতে চোট পেয়েছেন কোর্তোয়া। ফলে বার্সেলোনার বিপেক্ষে আসন্ন এল ক্লাসিকো মিস করবেন তিনি।
চোটের কারণে ইতোমধ্যে মৌসুমই প্রায় শেষ হয়ে গিয়েছে লস ব্লাঙ্কোস অধিনায়ক দানি কারভাহালের। এছাড়া লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা। তবে চোট কাটিয়ে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন ব্রাহিম দিয়াস।
১৫৫ দিন আগে
জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ ছিল এটি। তবে মাঠে নেমে দারুণ এক জয়ের মাধ্যমে তাকে গুরুদক্ষিণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে দেপর্তিভো আলাভাসকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ৩-২ গোলের বড় ব্যবধানে জিতেছে আনচেলত্তির শিষ্যরা।
অবশ্য স্কোরলাইন দেখে মনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদল। তবে পুরো ম্যাচজুড়েই আলাভেসকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। আর শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক দুটি গোল পেয়ে যায় আলাভেস।
দলের হয়ে প্রথম মিনিটেই প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন রাইট ব্যাক লুকাস ভাসকেস। এরপর কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় তারা। তারপর ম্যাচের শেষ সময়ে আলাভেসের গোলদুটি করেন কার্লোস বেনাভিদেস ও কিকে গার্সিয়া।
এই জয়ে লিগে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রইল মাদ্রিদ জায়ান্টরা। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে আরও একধাপ এগোল ভিনিসিউস-এমবাপ্পেরা। শুধু তা-ই নয়, লিগে প্রথম ৬ ম্যাচ মিলিয়ে প্রথমার্ধে মাত্র একটি গোল করা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে গোল পেয়েছে দুটি।
আরও পড়ুন: নিজের ‘এক্সপায়ার ডেট’ দেখতে পাচ্ছেন না আনচেলত্তি
এদিন কার্যত গোল খেয়েই ম্যাচ শুরু করে আলাভেস। ম্যাচের ৫৪তম সেকেন্ডে বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকে গোললাইনের কাছ থেকে গোলমুখে থাকা লুকাস ভাসকেসকে পাস দেন ভিনিসিউস। বল পেয়ে প্রথম ছোঁয়াতেই গোল আদায় করে নেন ভাসকেস। ফলে অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম মিনিটেই সমর্থকদের আনন্দে ভাসান ৩৩ বছর বয়সী এই রাইট ব্যাক।
১৮৪ দিন আগে