চোট সমস্যা যেন শেষ হয়েও হচ্ছে না রিয়াল মাদ্রিদের। এই তো গতকালই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও ডেভিড আলাবার সেরে ওঠার খবর দিয়েছিল ক্লাবটি। এরপরই দুঃসংবাদ দিয়েছে তারা, জিরোনা ম্যাচ থেকে ছিটকে গেছেন রদ্রিগো।
শনিবার রাতে লা লিগায় জিরোনার মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এ উপলক্ষে বর্তমানে জিরোনায় অবস্থান করছে রিয়াল মাদ্রিদ দল। তবে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছেন রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলনের সময় বাঁ পায়ের উরুর পেশীতে ব্যাথা পেয়েছেন রদ্রিগো। তাই সতর্কতার অংশ হিসেবে জিরোনার বিপক্ষে খেলবেন না ২৩ বছর বয়সী এই ব্রাজিলীয় উইঙ্গার। শারীরিক পরীক্ষার পর বোঝা যাবে, পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা।
আরও পড়ুন: ভিনিসিউস-আলাবাকে নিয়ে সুখবর দিল রিয়াল মাদ্রিদ
দলের মূল খেলোয়াড়রা একের পর এক চোটে পড়ায় এমনিতেই খেলোয়াড় সংকটে ভুগছে রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় ক্লাবের যুব দল থেকে ফুটবলার নিয়ে জিরোনায় গিয়েছে তারা।
এ বিষয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, গতকাল (শুক্রবার) কাস্তিয়ার (যুব দল) হয়ে খেলার কারণে জিরোনা ম্যাচে গনসালো ও চেমাকে রাখা হয়নি। তাদের পরিবর্তে দলের সঙ্গে গিয়েছে দানি ইয়ানিয়েস।
কাদিসে জন্ম নেওয়া ইয়ানিয়েস ইতোমধ্যে নিজের প্রতিভার সাক্ষর রেখেছে। অনূর্ধ্ব-১৯ যুব লিগে পাঁচ ম্যাচে ইতোমধ্যে চার গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ম্যাচেও দলের সঙ্গে ছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, তবে সেদিন তার আর মাঠে নামার সুযোগ হয়নি। তবে কার্লো আনচেলত্তি যদি আজ তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন, তবে আজ রাতেই রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে লা লিগায় অভিষেক হয়ে যেতে পারে এই স্প্যানিশ তরুণের।
আরও পড়ুন: ‘মিস পেনাল্টি’ খেতাব পেয়ে এমবাপ্পে বললেন, দেখিয়ে দেওয়ার সময় হয়েছে, আমি কে
বাংলাদেশ সময় রাত ২টায় জিরোনার মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চমক দেখানো জিরোনার অবস্থা এ মৌসুমে তথৈবচ। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা।
অপরদিকে, আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে হেরে কাতালুনিয়ায় গিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে আনচেলত্তির শিষ্যরা। এই ম্যাচটি জিতলে তাই পয়েন্ট ব্যবধান ১-এ নিয়ে আসতে পারবে তারা।
অবশ্য কিছুক্ষণ পরই রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচটি জিতে রিয়ালের ম্যাচ শুরুর আগেই পয়েন্ট ব্যবধান ৭ বানিয়ে ফেলার সুযোগ থাকবে তাদের সামনেও।
রিয়াল মাদ্রিদের পরিবর্তিত স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রিই লুনিন, সের্হিও মেস্ত্রে।
ডিফেন্ডার: লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, ফ্রান গার্সিয়া, আন্টনিও রুয়েডিগার, ফেরলঁ মঁদি, রাউল আসেনসিও।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে, লুকা মদ্রিচ, অরেলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, এন্দ্রিক ফেলিপে, ব্রাহিম দিয়াস, দানি ইয়ানিয়েস।