৪ নারী আটক
অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ নারী আটক
অবৈধভাবে সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির কাছে স্থানান্তর করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোয়াইনঘাট জাফলংয়ের মায়াবী ঝর্ণা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ভোমরা স্থলবন্দরের গেইট ভেঙে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক
আটকরা হলেন- যশোরের অভয়নগর থানার সিদ্ধিপাশা গ্রামের জেবা বেগম (৩৫), খুলনা জেলার পাইকগাছ থানার পাটখেলপাতা গ্রামের নূর নাহার (৩৫), একই জেলার খালিশপুর থানার শিবপুর গ্রামের রিমি ঢালি (১৮) ও নড়াইল জেলার কালিয়া থানার পেরুলী গ্রামের লিপি বেগম (৪০)।
বিজিবি জানায়, পাচারকারী মো. জুয়েল রানার মাধমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় চার নারীকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। এ সময় জুয়েল পালিয়ে যায়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, নারীদের পাচার কাজে সহায়তা করায় জুয়েলকে পলাতক আসামি হিসেবে ও আটক চার নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১
১ মাস আগে