বিরল সীমান্ত
দিনাজপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক দুই
অবৈধভাবে দিনাজপুরের বিরল সীমান্ত পার হওয়ার সময় ২ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা।
শুক্রবার (৪ অক্টোবর) ভোরে দিনাজপুরের বিরলের ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের নোনাগ্রাম এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ডের ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির টহল দলের সদস্যরা।
আটক দুজনের মধ্যে দিনাজপুরের বোচাগঞ্জের মুশিদহাটের (মিলরোড) রামা রায়ের ছেলে ম্যাগনেট রায় (২৫) ও নীলফামারী সদরের পলাশবাড়ীর প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
বর্ডার গার্ডের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে মেইন সীমান্ত পিলার ৩৩১/ সাব পিলার ৪-এস এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপার করছিল। এসময় ২ জনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিরল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
২ মাস আগে
বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৫
দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকদের রবিবার (২৯ সেপ্টেম্বর) বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, মেইন সীমান্ত পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়ায় ৫ জনকে আটক করেছেন তারা।
আটকরা হলো- দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের বাসিন্দা প্রভাস চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), ৩ বছর বয়সি শিশু দীপ্ত চন্দ্র রায়। এছাড়াও বীরগঞ্জের সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাগাড়ীর বৃন্দাবনপুর গ্রামের আদিবাসী নৃ- তাত্তিক ক্ষুদ্র জাতির হরেন হেম্রমের মেয়ে পাওলিনা হেম্রম(১৪)।
অবৈধভাবে সীমান্ত পারাপারে দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২ মাস আগে