ট্রেন থেকে পড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মো. ওয়ালিউল্লাহ নিবির (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নিবির ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার আমান মিয়ার ছেলে এবং শহরের ইউনাইটেড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে ছিলেন নিবির। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করলে প্লাটফর্মের দেয়ালে ধাক্কা লেগে নিবির দরজা থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
২ মাস আগে