বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি
বিআইএফপিসিএল’র এমডি হিসেবে যোগ দিয়েছেন ড. বিজয় প্রকাশ
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. বিজয় প্রকাশ।
মঙ্গলবার (১ অক্টোবর) তিনি যোগদান করেন।
বিআইএফপিসিএল জানায়, এই পদে যোগদানের আগে তিনি ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি , সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: বিআইএফপিসিএলের এমডি পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সঙ্গীতা কৌশিক
ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরক্ষপুর বিশ্ববিদ্যালয় থেকেসিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।
তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. বিজয় নয়া দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
১৯৮৯ সালে কানপুরের আইটি থেকে ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে এনটিপিসিতে যোগ দেন তিনি।
তিনি এনটিপিসিতে ৩৫ বছরেরও বেশি সময় ধরে প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, নিয়ন্ত্রক ছাড়পত্র, পরিবেশ ও স্থায়িত্ব, অ্যাশ ইউটিলাইজেশন(ছাই ব্যবহার), সুরক্ষাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নির্বাহী পরিচালক হিসাবে সাম্প্রতিক পদসহ বিভিন্ন পদে ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন: জুলাই-আগস্টে ঋণ গ্রহণের চেয়ে বেশি পরিশোধ করেছে বাংলাদেশ: ইআরডি
১ মাস আগে