ইসরায়েলের হামলা
ইসরায়েলের হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় নিহত ৫৫, আহত ১৫৬
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৫ জন নিহত ও ১৫৬ জন আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানায়, বালবেক-হারমেল জেলায় ১১ জন, নাবাতিয়েহ প্রদেশে ২২ জন, বৈরুত ও মাউন্ট লেবাননে যথাক্রমে তিনজন এবং দক্ষিণ প্রদেশে ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে লেবাননে ক্রমাগত নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের মধ্যেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের তীব্র লড়াই শুরু হওয়ায় ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৯৫, আহত ১৭২
২ মাস আগে