রাসেল মাহমুদ
সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে: আন্দোলনকারীদের সমন্বয়ক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত দিতে চেয়েছে বলে জানিয়েছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশী আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল মাহমুদ।
বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাসেল মাহমুদ।
আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের সঙ্গে বৈঠকের জন্য টিম করে দিয়েছিলেন। সেই টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে।
তিনি আরও বলেন, তারা আমাদের কথা শুনেছেন৷ তারা বলেছেন আগামী ৭ দিনের মধ্যে একটা যৌক্তিক সমাধান দেবেন।
আরও পড়ুন: সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে চলছে তীব্র আন্দোলন, দুই সদস্যের কমিটি গঠন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব: জনপ্রশাসন সচিব
১ মাস আগে