ছাতক যুবলীগের সাধারণ সম্পাদক
ছাতক যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল গ্রেপ্তার
ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বিল্লাল আহমদকে শাহ পরান (রহ.) থানায় হস্তান্তর করা হবে।
র্যাব আরও জানায়, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ সিলেটের শাহপরান (রহ.) থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার এজাহার নামীয় আসামি।
বিল্লাল আহমদ (৪৪) উত্তর খুরমা ইউনিয়নের আমের তল গ্রামের মৃত খয়রুল ইসলামের পুত্র এবং ছাতক-দোয়ারা নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই।
২ মাস আগে