নসিমন
দিনাজপুরে নসিমনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
নিহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের আমান উদ্দিন (৪৫) এবং একই উপজেলার পারাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেনহাজুল (৪০)।
স্থানীয়রা জানান, উত্তর সুজাপুর এলাকা থেকে আসা গরুবাহী নসিমনের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরেকজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন আইন মামলা দায়ের করবেন তারা।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় স্ত্রী-স্বামী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
৪ মাস আগে
সিরাজগঞ্জে ট্রাক্টর-নসিমন সংঘর্ষ, নিহত ১
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চালক মো. তোজাম উদ্দিন নিহত হয়েছেন।
বুধবার সকাল দিকে উপজেলার মানিকচাপর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাটিভর্তি ট্রাক্টরের চাপায় শিশু নিহত
নিহত তোজাম উপজেলার উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করলেও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
৫ মাস আগে
ভোলায় নসিমন উল্টে শ্রমিক নিহত, আহত ৫
ভোলায় নসিমন উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন (৩৫) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমিনের ছেলে।
আরও পড়ুন: পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ১
আহতরা হলেন- মঞ্জু, মো. বাবুল, নূর উদ্দিন, আব্দুল ও আজিজল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সদর উপজেলা থেকে একটি নসিমনে করে ঢালাইয়ের মিক্সার মেশিনসহ ১০-১৫জন নির্মাণশ্রমিক দৌলতখান উপজেলায় কাজে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজার এলাকার ব্রিজ থেকে নামার সময় নসিমনটি উল্টে ছয় জন শ্রমিক গুরুতর আহত হয়।
পরে খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক শ্রমিক মারা যান।
ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মো. লিটন আহমেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে একজনের মৃত্যু হয়।
ভোলা সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, নসিমন উল্টে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল যেহেতু ভোলা সদর ও দৌলতখান থানার সীমান্তবর্তী এলাকা। তাই ঘটনাস্থল নির্ধারণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত
১ বছর আগে
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ, নিহত ৫
পিরোজপুর সদরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হওয়ায় পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলেন- শাহিন মল্লিক (১৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের পুত্র, ইয়াসিন মিনা (২২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার পুত্র এবং বাগেরহাটে জেলার কচুয়া উপজেলার মো. বাদশা (১৭), শাহিন মোল্লা (২০) ও সাব্বির হোসেন (২১)।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত ২০
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) করার জন্য তারা নসিমন গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিল।
তিনি আরও বলেন, তাদের বহন করা নসিমন গাড়িটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যায়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসতাপালে পাঠানো হলে এদের মধ্যে গুরুতর আহত শাহিন মোল্লা ও সাব্বির হোসেন চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে একজন মারা যায় এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ওসি জানান, এ ঘটনায় তিন নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার নসিমন ও বাস আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২
১ বছর আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
নাটোরে নসিমন এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জেলার সিংড়া উপজেলার মৌগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিজার সরকার (১৮) বামিহাল রহমত ইকবাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সিজার গুরুতর আহত হন।
এছাড়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭৭
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
হোসেনপুরে নসিমন চাপায় শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে স্যালু ইঞ্জিনচালিত নসিমন চাপায় রাব্বী নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সাড়ে চারটার দিকে হাজিপুর-হোসেনপুর সড়কের পোড়াবাড়িয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাব্বী পোড়াবাড়িয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
নিহতের চাচা মোহাম্মদ আলী জানান, রাস্তার পাশে দাঁড়ানো তার ভাতিজাকে স্যালু ইঞ্জিনচালিত একটি নসিমন চাপা দিলে সে গুরুতর আহত হয়।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
২ বছর আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ নির্মাণ শ্রমিক নিহত
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও নছিমনের মধ্যে সংঘর্ষে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
৪ বছর আগে