অভিন্ন জলরাশি
অভিন্ন জলরাশি বিষয়ে সমঝোতা না হলে বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ কষ্টকর: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন জলরাশি বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য কষ্টকর হবে।
তিনি বলেন, অভিন্ন জলরাশির ব্যবস্থাপনা বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সমঝোতায় এখনও পৌঁছাতে পারিনি। এটি বড় চ্যালেঞ্জ। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান পরিবেশ উপদেষ্টার
রবিবার (৬ অক্টোবর) ঢাকায় মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ‘কপ নেটওয়ার্ক কনভেনশন-২০২৪’ এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত সম্পদ বা প্রযুক্তিগত জ্ঞান নেই। সেজন্য আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষয়ক্ষতিসহ অন্যান্য তহবিলে দেশকে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছি।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা
উপদেষ্টা বলেন, এই প্রভাব থেকে বাঁচতে আঞ্চলিক পর্যায়েও সহযোগিতা বাড়ানো দরকার। কারণ, কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কখন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলোর ওপর আগাম সতর্কতার বিষয়ে সমঝোতা না থাকলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবিলা কষ্টকর হয়ে যাবে।
এমন অবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি সমাধান চাইলে আন্তর্জাতিক পরিমণ্ডল এবং আঞ্চলিক পর্যায় দুটিই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে সুপারমার্কেট, ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
২ মাস আগে