৫৫৭ জন
বরিশালে শেখ হাসিনাসহ ৫৫৭ জনের বিরুদ্ধে মামলা
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বরিশালে বিএনপির শান্তি মিছিলে হামলার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৫৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
আরও পড়ুন: সহকারী কমিশনার উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রাত সোয়া ১০টায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই সিএন্ডবি রোড চৌমাথায় বিএনপির শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে।
তখন হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে মামলায় উল্লেখ হয়।
এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
১ মাস আগে