তামিলনাড়ু
তামিলনাড়ুতে দুই ট্রেনের সংঘর্ষ: ১২টি বগি লাইনচ্যুত, আহত ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন আহত হয়েছে।
শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩
একজন কর্মকর্তা জানান, যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে যাওয়ার সময় মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। এসময় একটি বগিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে ১ হাজার ৩৬০ জন যাত্রী ছিলেন।
রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি মেইন লাইন দিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি লুপ লাইনে ঢুকে পড়ে।
সিনিয়র রেলওয়ে কর্মকর্তা আর এন সিং জানান, ট্রেনটি মেইন লাইনে যাওয়ার জন্য সব সিগন্যাল সেট করা ছিল। ট্রেনটিকে মেইন লাইনে যেতে দেওয়ার জন্য লুপ লাইনে মালবাহী ট্রেনটিকে থামিয়ে রাখা হয়েছিল। তবুও সিগনাল আর রুটের অসামঞ্জস্যতার কারণে এই দুর্ঘটনা ঘটে।
এর কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
আর এন সিং আরও বলেন, ৭-৮ জনের মতো যাত্রী আহত হলেও এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথ স্বাভাবিক হতে অন্তত ২৪ ঘণ্টা লাগবে বলে জানান আর এন সিং।র্তী ২৪ ঘণ্টা সময় লাগবে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছে।
এর আগে গত জুনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের পেছনে মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৬০ জন।
আরও পড়ুন: বিষাক্ত মদ খেয়ে তামিলনাড়ুতে অন্তত ২৯ জন নিহত
২ মাস আগে