সাবেক স্পিকারের যুগ্ম সচিব
কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্পিকারের যুগ্ম সচিব আটক
ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।
শনিবার বায়েক ইউনিয়নের পুটিয়ার আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস হতে ৫০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক
কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।
তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিনের যুগ্ম সচিব ছিলেন তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করেন। তিনি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। তাকে কসবা থানা পুলিশে সোপর্দ করা হবে।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এ. এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে কিবরিয়াকে নামের এক যুগ্ম সচিবকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কসবা থানায় পাঠানোর ব্যবস্থা চলছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ৩ বাংলাদেশি আটক
২ মাস আগে