আসামি করে মামলা
গাংনীতে জোড়া হত্যা: তিন জনকে আসামি করে মামলা
গাংনীর সানঘাটায় বোন ও ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।
আরও পড়ুন: রুপ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কারাগারে
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিবুল ইসলাম ওহিদকে। অপর আসামিরা হলেন- ওহিদের স্ত্রী স্কুল শিক্ষক মালা খাতুন ও একই গ্রামের বিছার উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম ও মামলার বাদী জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মামলার প্রধান আসামি মহিবুল ইসলামকে ঘটনার দিন মেহেরপুরের আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে মহিবুল ইসলাম ওহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার সকাল ১১টায় উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। নিহত জাকিয়া অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
এ ঘটনায় আহত হন ওহিদের ভাই জাহিদ হোসেন ও বোন শামীমা আক্তার।
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আশিকের মৃত্যু: আওয়ামী লীগের ১০৪ জনের নামে মামলা
২ মাস আগে