২ শিশুর
মানিকগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
মানিকগঞ্জে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে আনহা আক্তার ও স্নেহা আক্তার নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুর দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের কায়রা গ্রামের রাস্তার পাশের ডোবায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিখোঁজের এক দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কাগজিনগর গ্রামের বাবু কাজীর মেয়ে আনহা ও একই ইউনিয়নের খরসাতাই গ্রামের রফিক সরদারের মেয়ে স্নেহা।
নিহতরা স্থানীয় কয়রা মাদরাসাতুল ওহি আল ইসলামী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি ফেরার পথে কয়রা গ্রামের রাস্তার পাশের ডোবায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় স্নেহা ও আনহা। স্থানীয়রা তাদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: আলমডাঙ্গায় পূজা দেখতে বের হওয়া ২ শিশুর লাশ মিলল নদীতে
২ মাস আগে