চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইন
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতি
চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় একটি হাতির শাবক গুরুতর আহত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) ঘটনাটি ঘটে।
পরে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৫ অক্টোবর) শাবকটি উদ্ধার করে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নির্যাতনের শিকার হাতি উদ্ধার, মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ট্রেনের ধাক্কায় হাতিটি পিঠে আঘাত পায় ও একটি পা ভেঙে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাতিটির জরুরি পরিচর্যা ও চিকিৎসা দেয়।
তাদের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থল থেকে হাতিটিকে উদ্ধারকারী ট্রেনে উঠানোর যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানান সরোয়ার আলম।
আরও পড়ুন: টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
১ মাস আগে