শিশুসহ ৬ বাংলাদেশি
অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশি আটক
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির গোয়ালপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বীরগঞ্জের ডাবরী জিনেস্বরী গ্রামের গনেশ রায় (৪৩), গনেশের স্ত্রী ববিতা (৩৬) এবং তাদের ১০ বছরের ছেলে দৃশ্য রায়।
আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশি আটক
এছাড়া মাহানপুর গ্রামের দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রিপন রায় (১৯)।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, দালাল চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে। যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত।
এছাড়া আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ২০
২ মাস আগে