চন্দন কুমার পাল
শেরপুরে আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন রিমান্ডে
হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় মঙ্গলবার (২২ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া এ আদেশ দেন।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন
চন্দন কুমার শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, মাহবুব হত্যা মামলায় চন্দন পালকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুটি হত্যা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চন্দনকে ৩ ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।
চন্দনের বিরুদ্ধে ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ, সৌরভ ও মাহবুব নামে ৩ ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে।
গত বুধবার বিকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল।
আরও পড়ুন: ৩ দিনের রিমান্ডে কামাল আহমেদ মজুমদার
৪ সপ্তাহ আগে
শেরপুর জেলা আ. লীগ নেতা চন্দন কুমার পাল কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার তিন মামলায় জামিন নামঞ্জুর করে শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়ার আদালত তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) তারিখ ধার্য করেন।
আরও পড়ুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ফারুক খান
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয়েছে চন্দন কুমার পালের বিরুদ্ধে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে আটক হন তিনি।
কোর্ট ইন্সপেক্টর (পুলিশের আদালত পরিদর্শক) মো. জিয়াউর রহমান বলেন, তিন ছাত্রকে হত্যার অভিযোগে পৃথক মামলা হয় চন্দনের বিরুদ্ধে। তিন মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে আটক হন তিনি।
শহরের পুরাতন গরুহাটি এলাকার বাসিন্দা আইনজীবী চন্দন কুমার পাল শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা জজ আদালতের সাবেক পিপি ছিলেন।
তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই চন্দন কুমার পালও আত্মগোপনে চলে যান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগারে বিক্ষুদ্ধ ছাত্র-জনতার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কোন বন্দিকে রাখা যাচ্ছে না।
আরও পড়ুন: রুপ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কারাগারে
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রহিম উল্লাহ
১ মাস আগে