আহত ১২
ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল দিকে সিরাজদিখানের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: সিরাজদিখানে ২ দলের সংঘর্ষে ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত
আহত জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম হোসেনকে (২৮) গুরুতর অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজদিখানের চরপানিয়া গ্রামে ফুটবল খেলার বিরোধে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। এ সময় ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ফুটবল খেলার বিরোধে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ে পুলিশ কাজ করছে।
বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১, আটক ৩
২ মাস আগে