১১ রাউন্ড ফাঁকা গুলি
১১ রাউন্ড ফাঁকা গুলি, মেঘনায় জেলেদের হামলায় ইউএনওসহ আহত ৫
বরিশালের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে পরিচালিত অভিযানে হামলাটি করা হয়।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯৪ জেলের কারাদণ্ড
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, র্যাব-কোস্টগার্ড, আনসারসহ উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়ে মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান করা হয়। এ সময় নদীতে জাল ফেলে অবস্থান করা একটি নৌকাসহ জেলেদের আটক করা হয়। তখন জেলেদের ডাকে আরও তিনটি নৌকায় করে লোক এসে তাদের ওপর হামলা করে।
তিনি বলেন, জেলেরা তাদের নৌযানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ (ইউএনও) একজন আনসার সদস্য ও চারজন কর্মচারী আহত হন।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি করেন। তখন হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বাকি চারজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
১ মাস আগে