বিমানবাহিনী
আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে নৌবাহিনী-বিমানবাহিনী: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে তারা আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
প্রধান উপদেষ্টা বিমানবাহিনী সদর দপ্তরে 'নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৪' উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলে তিনি।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান
তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে তারা আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
পদোন্নতি পর্ষদের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের।
তিনি আরও স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদসহ সব বীর সেনাদের।
এসময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনি পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন।
তাছাড়া সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এসময় নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্নীতি দমনে ডিজিটাইজেশনকে গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: আসিফ নজরুল
৩ সপ্তাহ আগে
চট্টগ্রামে বিমানবাহিনীর গাড়ি উল্টে ৫ কর্মকর্তা আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলায় প্রাণিসম্পদ অফিস এলাকায় বিমানবাহিনীর একটি গাড়ি উল্টে পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীর সোনাইমুড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বিমানবাহিনীর তিন সামরিক কর্মকর্তা ও দুই বেসামরিক কর্মকর্তা রয়েছেন। তবে পুলিশ তাদের নাম পরিচয় বিস্তারিত জানায়নি।
আরও পড়ুন: গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানায়, বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হওয়াতে চট্টগ্রাম এয়ারবেজ থেকে আসা বিমানবাহিনীর ছয় টন ওজনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পশু হাসপাতালের সামনে বিমানবাহিনীর একটি গাড়ি উল্টে পাঁচ কর্মকর্তা আহত হয়েছে।
ওসি আরও জানান, তাদের স্থানীয় মীরসরাই সদরে সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই পোশাককর্মীর মৃত্যু
ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১০
৯ মাস আগে
যুক্তরাষ্ট্র সফরে গেলেন বিমানবাহিনী প্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
সরকারি সফরে শনিবার (১৪ অক্টোবর) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তার সঙ্গে একজন সফরসঙ্গী ও তার স্ত্রী রয়েছেন।
আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু
এই সফরের অংশ হিসেবে তিনি দুটি সি-১৩০ পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণ (পিডিএম ও ‘সি চেক’) কার্যক্রমের বর্তমান অগ্রগতি পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের সরকারি সফর শেষে আগামী ২১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
১ বছর আগে
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান মার্কিন বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: ‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ভারতীয় বিমানবাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত
জেনারেল চার্লস ব্রাউন ও এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান পেন্টাগনে পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানের সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিমান বাহিনী আয়োজিত আন্তর্জাতিক বিমান বাহিনী প্রধান সম্মেলনে যোগ দেবেন। এতে যোগ দেবেন প্রায় ৫০টি দেশের বিমানবাহিনীর প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে, এয়ার চিফ মার্শাল আবদুল হান্নান মার্কিন বিমান বাহিনীর ৭৫তম বার্ষিকী উপলক্ষে একটি এয়ার শোতে অংশ নেবেন।
আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু
২ বছর আগে
ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নৌবাহিনীতে অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরী অন্তর্ভুক্ত করে ইতিহাস রচনা করেছে ভারত।
৪৫ হাজার টন ওজনের ভারতীয় নৌজাহাজ আইএনএস বিক্রান্ত ৩০টি সামরিক বিমান ধারণ করতে সক্ষম। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোচিতে এক জমকালো অনুষ্ঠানে এটি কমিশনিং করেন।
বিক্রান্তকে কমিশনিংয়ের মাধ্যমে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্সের পর একটি অভিজাত গোষ্ঠীতে ঢুকে পড়ল, যারা এর আগে এত বড় বিমানবাহী রণতরী তৈরি করেছে।
অনুষ্ঠানে মোদি বলেন, ‘আইএনএস বিক্রান্ত হলো আমাদের আত্মনির্ভর ভারত (আত্মনির্ভর) মিশনের প্রতিফলন।’
তিনি বলেন, ‘আজ, ভারত সেই দেশের তালিকায় প্রবেশ করেছে যারা নিজেরাই এত বড় যুদ্ধজাহাজ তৈরি করতে পারে। বিক্রান্ত নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে।’
ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেটি দুর্দান্ত ভূমিকা পালন করেছিল। তারই স্মৃতিতে একই নামে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়। ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গত ১৩ বছরে যুদ্ধজাহাজটি তৈরি করা হয়েছে
ভারতীয় নৌবাহিনীর বিদ্যমান সামুদ্রিক বহরে একটি বিমানবাহী রণতরী, ১০টি ধ্বংসকারী, ১২টি ফ্রিগেট এবং ২০টি কর্ভেট রয়েছে।
পড়ুন: ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু
নাসার পরীক্ষামূলক চন্দ্রাভিযান: শনিবার উৎক্ষেপণের দ্বিতীয় চেষ্টা
২ বছর আগে
আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।
গত ২২ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক আফগান নিহত, প্রায় দুই হাজারের বেশি গুরুতর আহত এবং শত শত ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১১৫০
এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পরিমাণে শুষ্ক খাদ্য (বিস্কুট, নুডল্স, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সহায়তা দক্ষিণ এশিয়া এবং এর জনগণের সম্মিলিত সমৃদ্ধির প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
২ বছর আগে
সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুর ২.০০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বেইলি রোডস্থ সরকারি বাসভবনে ফিরেছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ০৭ মে (শনিবার) রাতে অসুস্থতা অনুভব করায় মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ০৮ মে বিকাল ৩টা ৩০ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: রাজধানীর হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী
সরকার হাতে হাতে ভাতা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে: সমাজকল্যাণমন্ত্রী
২ বছর আগে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ছয় দিনব্যাপী দ্বিপক্ষীয় কৌশলগত এয়ারলিফট মহড়া আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে।
‘কপ সাউথ ২২’ নামে ছয় দিনব্যাপী এ যৌথ মহড়া ঢাকার কুর্মিটোলা সেনানিবাস ও সিলেটের অপারেটিং লোকেশন আলফায় অনুষ্ঠিত হবে।
যৌথ এ মহড়ার লক্ষ্য হলো- কৌশলগত এয়ারলিফ্ট সর্টিজ ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দ্বীপক্ষীয় সম্পর্ক জোরদার করা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মার্কিন প্যাসিফিক বিমানবাহিনী।
আরও পড়ুন: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক জোরদারে আগ্রহী
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের ইয়োকোটা বিমান ঘাঁটির ৩৭৪তম এয়ারলিফ্ট উইং থেকে মার্কিন বিমানবাহিনীর প্রায় ৭৭ জন সদস্য ও ৩৬তম এয়ারলিফ্ট স্কোয়াড্রনের সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান এবং প্রায় ৩০০ জন বাংলাদেশি বিমানবাহিনীর সদস্য ও দুটি বাংলাদেশি সি-১৩০জে বিমান এ মহড়ায় যোগ দেবে।
৩৬তম এয়ারলিফ্ট স্কোয়াড্রনের ডিরেক্টর অব অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল কিরা কফি বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনী আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং কোপ সাউথ আমাদের কৌশলগত এয়ারলিফ্ট সর্টিজ ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে এই অংশীদারিত্বকে শক্তিশালী করতে দেয়।’
‘আমাদের যৌথ লক্ষ্য মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারকরণে এটি গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশ গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার: যুক্তরাষ্ট্র
২ বছর আগে
পাহাড়ে গিয়ে নিখোঁজ ৪ যুবককে উদ্ধার করল বিমানবাহিনী
কক্সবাজারে হাইকিং করতে গিয়ে পথ হারিয়ে দরিয়ানগর পাহাড়ে নিখোঁজ চার যুবককে উদ্ধার করেছে বিমানবাহিনী।
৩ বছর আগে
ঢাকায় বিমানবন্দরে মিলল ২৫০ কেজির বোমা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের সময় বুধবার ২৫০ কেজি ওজনের একটি বোমা পাওয়া গেছে।
৩ বছর আগে