জাতীয় জরুরি ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে চট্টগ্রাম হতে বিমানবাহিনীর একটি বিমান গিয়ে ওই চার যুবককে উদ্ধার করে।
আরও পড়ুন:কক্সবাজারে ১০ লাখ মাস্ক উৎপাদন করল রোহিঙ্গা ও স্থানীয়রা
শনিবার সন্ধ্যার আগে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের নিয়ে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।
সকালের দিকে তারা হাইকিংয়ে বের হয়েছিলেন।
আরও পড়ুন:আলমডাঙ্গায় নিখোঁজের দুই মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার
চার যুবক হলেন মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল ও আবির সাহা। তারা সবাই কক্সবাজার শহরের বাসিন্দা। তারা পাহাড় দিয়ে হিমছড়ি যাচ্ছিল। তবে আট-নয়টি পাহাড় ডিঙিয়ে পথ হারিয়ে ফেলেন তারা।
উদ্ধারকারী দলের নেতা ও শেখ হাসিনা বিমানঘাঁটির অধিনায়ক মামুন কক্সবাজার বিমানবন্দরে জানান, ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে একটি বিমান নিয়ে বিমানবাহিনীর দল চার যুবককে উদ্ধার অভিযান যায়। নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের জামা উড্ডয়ন দেখে সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন:নীলফামারীতে ২ মাসেও উদ্ধার হয়নি ‘নিখোঁজ’ স্কুলছাত্রী