অতিরিক্ত আইজি
অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন ৬ ডিআইজি
উপমহাপরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে তাদের নতুন পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের উপমহাপরিদর্শক (ডিআইজি) আকরাম হোসেন, আবু নাসের মোহাম্মদ খালেদ ও মোসলেহ উদ্দিন আহমেদকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার রফিকুল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মোস্তফা কামাল ও শিল্প পুলিশের ডিআইজি মো. সিবগাতুল্লাহকে নিজ নিজ কর্মস্থলে রেখেই অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
শিগগিরই এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে হত্যা, ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
১ মাস আগে