পিকআপ চালক নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈঠাখালিতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক রিপন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুরের বৈঠাখালিতে ঘটনাটি ঘটে।
রিপন ঢাকার মিরপুর মাজার রোডের ছোলেমান মাতুব্বরের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
স্থানীয়রা জানান, বৈঠাখালিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বগুড়ামুখি একটি পিকআপ ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ ট্রাকের সঙ্গে আটকে যায়। এতে পিকআপ চালক রিপন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া চালকের লাশ উদ্ধার করে।
পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্থ পিকআপটি জব্দ করে এবং চালকের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ মাস আগে