সাবেক প্রতিমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ৫ সাংবাদিকসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও ডাকবাংলোয় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ৫ সাংবাদিকসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
৫ সাংবাদিক হলেন- দৈনিক আমাদের সময় মাধবপুর প্রতিনিধি মোহাম্মদ অলিদ মিয়া, দৈনিক সংবাদের মো. এরশাদ আলী, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শংকর পাল চৌধুরী, দৈনিক জননী প্রতিনিধি মো. নাহিদ মিয়া ও দৈনিক প্রতিদিনের বাণীর মিজানুর রহমান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা গাড়ি ও সরকারি ডাকবাংলোতে অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলাটি বর্তমানে তদন্ত চলছে। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। মাহবুব আলী ঢাকায় একটি মামলায় কারাগারে রয়েছেন।
সাংবাদিকদের আসামি করা প্রসঙ্গে মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া ক্ষোভ প্রকাশের করে বলেন, ইদানিং রাজনৈতিক মামলায় সাংবাদকর্মীদেরও বলির পাঠা বানানো হচ্ছে। এ ধরনের হয়রানি থেকে সাংবাদিকদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন: কুমিল্লায় নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের
২ মাস আগে
বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, মেয়রসহ ১১০০ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল সদর রোডে বিএনপির অফিসে পিস্তল, শটগান, ককটেল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে- সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র খোকন সেরনিয়াবাত ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহসহ ৩৭১ আওয়ামী লীগ নেতাকর্মীকে।
এর বাইরেও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৬০০ থেকে ৭০০ জনকে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সাবেক এমপি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিবসহ ৯০০ জনের বিরুদ্ধে তিন মামলা
শুক্রবার (২৩ আগস্ট) এ মামলা দায়ের হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
এর আগে একই ধরনের আরও একটি মামলার আবেদন কোতোয়ালি থানায় জমা দিয়েছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
তবে সেই মামলাটি রেকর্ড করেনি পুলিশ।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছ, মামলার বাদী কে হবে তাই নিয়ে অভ্যন্তরীণ বিরোধে মামলাটি গ্রহণ করা হয়নি। সব শেষ শুক্রবার মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করলেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট দুপুরে ৭০০ জন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির অফিসে হামলা চালায়। তখন পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগসহ আসামিরা আসবাবপত্র, জিয়া স্মৃতি লাইব্রেরির বইসহ মূল্যবান দ্রব্য নষ্ট করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলা দায়ের হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে নজিবুল বশর ভান্ডারী, পুলিশের এসপি ও ওসিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা
২ মাস আগে
সাবেক প্রতিমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
শনিবার (১৬ মার্চ) শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, স্থানীয় রাজনীতিতে প্রবীণ এই রাজনীতিবিদের অবদান মানুষ চিরদিন মনে রাখবে।
আরও পড়ুন: ইহসানুল করিমের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
শোকবার্তায় আরও বলেন, ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল হাই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের অনুগত সৈনিক ছিলেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।
আরও পড়ুন: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ মাস আগে
সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এলডিপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
গত ৯ মার্চ দেয়া এই নির্দেশনার রায়ের অনুলিপি গতকাল বুধবার প্রকাশ পেয়েছে। রায়ে মামলা বাতিল চেয়ে তার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলাটির বিচার এক বছরের মধ্যে সম্পন্ন করতে বিশেষ জজ আদালতের বিচারককে বলা হয়েছে। একইসঙ্গে মামলার কার্যক্রমের ওপর ২০০৮ সালে দেয়া স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়েছে।
২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ। তখন হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন।
আরও পড়ুন: গুলির ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ানের জামিন নামঞ্জুর
২ বছর আগে
সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী মারা গেছেন
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম দুপুর দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গৌতম ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন।
এদিকে গৌতমের মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি প্রয়াত বিএনপি নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান।
পড়ুন: আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
২ বছর আগে
সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা রহমত আলী আর নেই
মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলী রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
৪ বছর আগে