রাজধানীর রামপুরা
রাজধানীর রামপুরায় লেগুনার চালককে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর চাঁদা আদায়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে এক লেগুনা চালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরেক চালক।
মঙ্গলবার রাতে রামপুরা ব্রিজের পাশের বনশ্রীর লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাসান (২২) ও আহত নুরুল আলম (২৩)। তারা দু'জনেই লেগুনার গাড়িচালক।
আহত নুরুল জানান, রাত সোয়া ১০টার দিকে তিনি ও হাসান রামপুরা-বনশ্রী ও খিলগাঁও-মাদারটেক রুটে গাড়ি চালাচ্ছিলেন।
তিনি জানান, রামপুরা ব্রিজের বনশ্রীর লেগুনা স্ট্যান্ডে ইমন নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা লেগুনা চালকের কাছ থেকে চাঁদা দাবি করেন। এ সময় হাসান ও নুরুল প্রতিবাদ করলে তাদের দুজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তদন্ত চলছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো যাবে।
৩ সপ্তাহ আগে