গ্লোবাল সাউথ মিডিয়া সামিট
ব্রাজিলে গ্লোবাল সাউথ মিডিয়া সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এনায়েতউল্লাহ খান
ব্রাজিলে অনুষ্ঠেয় গ্লোবাল সাউথ মিডিয়া সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ারের ইমেরিটাস সম্পাদক এনায়েতউল্লাহ খান।
সাও পাওলোতে আগামী ১০ নভেম্বর শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এতে অংশ নেবেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অঞ্চলের গণমাধ্যম নেতা, নীতিনির্ধারক ও পরামর্শকরা।
আরও পড়ুন: ওয়ার্ল্ড মিডিয়া সামিটে আমন্ত্রণ পেলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
এই সম্মেলনের লক্ষ্য গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে জোরদার করা এবং ভুল তথ্য, সেন্সরশিপ, সীমিত প্রেস স্বাধীনতা ও সম্পদের সীমাবদ্ধতার মতো মিডিয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিষয়ে কাজ করা।
ধারাবাহিক আলোচনা, কর্মশালা ও প্যানেলের মাধ্যমে এ সম্মেলনে টেকসই, স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হবে।
সম্মেলনের মূল থিম হলো-জনমত গঠনে এবং গণতান্ত্রিক সম্পৃক্ততায় ডিজিটাল প্রযুক্তির ভূমিকা। যেসব অঞ্চলে ঐতিহ্যবাহী সাংবাদিকতা অসংখ্য বাধার সম্মুখীন হয়, সেসব অঞ্চলে নতুন মিডিয়া প্ল্যাটফর্মের সুযোগ এবং বাধা নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: এনায়েতউল্লাহ খানকে 'ন্যাশনাল অর্ডার ফর মেরিট' পদকে ভূষিত করেছে রোমানিয়া
শীর্ষ সম্মেলনের অন্যতম কেন্দ্রীয় উদ্দেশ্য হলো-আঞ্চলিক সহযোগিতা উৎসাহিত করা, গ্লোবাল নর্থের গল্পের আধিপত্যকে চ্যালেঞ্জ করা। গ্লোবাল সাউথের মিডিয়াকে ক্ষমতায়িত করে এ সম্মেলন অধিক অন্তর্ভুক্তিমূলক মিডিয়া পরিপ্রেক্ষিত তৈরি করার আশা করছে; এতে সমাজের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর কাভারেজ দিতে সক্ষম হবে।
বাংলাদেশের ৫ আগস্টের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত মিডিয়া পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করবেন এনায়েতউল্লাহ খান।
গণতন্ত্রের সমর্থনে এবং সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক গল্প বলার ক্ষেত্রে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেবেন তার বক্তব্যে।
আরও পড়ুন: চীনে ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ইউএনবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনায়েতউল্লাহ খান
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে গুয়াংজুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
১ দিন আগে