বিপুল পরিমাণ মাদক জব্দ
চাঁদপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৩
চাঁদপুর সদরে উপজেলায় বিপুল পরিমাণ মাদক বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাজা, ১২৮টি ইয়াবা ট্যাবলেট, একটি ডিজিটাল মেশিন, ১০টি মোবাইল, নগদ ১৬ হাজার ১১০ টাকা জব্দের দাবি করে সেনাবাহিনী ও পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন- শাহজাহান গাজী (৫৫) ও তার দুই ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজী (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল উনিয়নের শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ককরে যৌথ বাহিনী।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
৩ সপ্তাহ আগে
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ৭২
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা জব্দের দাবি করেছে যৌথ বাহিনী। এ সময় সেখান থেকে ৭২ জনকে আটক করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিরটেক বস্তিতে এ অভিযান চালায় র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা।
আটকদের মধ্যে ৫১ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ কোকেন ও হিরোইন জব্দ
জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় টঙ্গীর স্টেশন রোড এলাকার ওই বস্তিতে অভিযান চালিয়ে কয়েকটি ঘর থেকে মাদক দ্রব্য গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, নগদ টাকা জব্দ করে যৌথ বাহিনী।
এছাড়াও টঙ্গীর হোটেল জাভান থেকে বিয়ার, ১১০০ লিটার দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ জব্দসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০০ সদস্য অংশ নেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বেনাপোল এক্সপ্রেস থেকে ১১ কোটি টাকার এলএসডি জব্দ
১ মাস আগে