চাঁদপুর সদরে উপজেলায় বিপুল পরিমাণ মাদক বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাজা, ১২৮টি ইয়াবা ট্যাবলেট, একটি ডিজিটাল মেশিন, ১০টি মোবাইল, নগদ ১৬ হাজার ১১০ টাকা জব্দের দাবি করে সেনাবাহিনী ও পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন- শাহজাহান গাজী (৫৫) ও তার দুই ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজী (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টায় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল উনিয়নের শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ককরে যৌথ বাহিনী।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে।