সিমেন্ট মিক্সারের ধাক্কা
দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিমেন্ট মিক্সারের ধাক্কায় নিহত ১
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে সিমেন্টের মিক্সার মেকিং ট্রাকের ধাক্কায় সুজন নামে একজন নিহত হন।
রবিবার (৩ নভেম্বর) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন (৩০) নওগাঁর বদলগাছী এলাকার বাসিন্দা। তিনি সিমেন্ট মিক্সার ট্রাকের হেলপার ছিলেন।
আরও পড়ুন: দিনাজপুরে বাস উল্টে এক যাত্রীর মৃত্যু, আহত ১৫
জানা গেছে, পঞ্চগড় থেকে বালু নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাওয়ার সময় দিনাজপুরের ঘোড়াঘাটের বাসস্টান্ড এলাকার চারমাথা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল। এ সময় সেভেন রিং কোম্পানির সিমেন্ট মিক্সার মেকিং ট্রাক দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকসহ চালক হেলপারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে রাস্তার পাশ থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার
১ মাস আগে