সাতক্ষীরা-যশোর সড়ক
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সাতক্ষীরা জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াব হোসেন (৫৮)। তিনি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পথরঘাটা গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে এবং কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের শফৎ উল্লাহর ছেলে বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি মন্ডল (৪৫)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকায় তোয়াব হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে শাকদহা এলাকায় মাহমুদ কলি মন্ডল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাহমুদ কলি মন্ডলের মৃত্যু হয় এবং মোটরসাইকেলের পিছনে থাকা ইকরাম হোসেনের পুত্র রাসেল আহত হন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয় গুলো নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
১ বছর আগে
সাতক্ষীরায় চেকপোস্ট উপেক্ষা করে প্রতিদিনই আসছেন শত শত মানুষ
করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরার প্রতিটি প্রবেশপথে পুলিশি চেকপোস্ট বসানো হলেও রাতের আধারে ট্রাকযোগে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ এ জেলায় ঢুকে পড়ছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
৪ বছর আগে
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত
সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত হয়েছেন।
৪ বছর আগে