রাইফেল জব্দ
নেত্রকোণায় রাইফেল জব্দ, আটক ৩
নেত্রকোণার মদনে রাইফেল বহন করার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল জব্দের দাবি করেছে সেনা সদস্য।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (৪৫) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মদন সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমামুন নূর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মদন উপজেলার সদর ইউনিয়নের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি রাইফেল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুপুরে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ মাস আগে