ইজিবাইকচাপা
গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় আরিয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল দিকে উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আরিয়ান উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিয়ান যখন রাস্তা পার হচ্ছিল, তখনই দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাপা দিলে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল বলেন, কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে সিএনজি পাম্পে আগুন: দগ্ধ ২ জনের মৃত্যু
১ মাস আগে