আর্নে স্লট
দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের স্বপ্নযাত্রা অব্যাহত
ইয়ুর্গেন ক্লপ যেখানে ছেড়ে গিয়েছিলেন, সেখান থেকে লিভারপুলের আরও উন্নতি কোনো কোচ করতে পারবেন কিনা তা নিয়ে ছিল যথেষ্ট সংশয়। তবে আর্নে স্লটের অধীনে আরও উচ্চতায় উঠে স্বপ্নীল এক যাত্রা শুরু হয়েছে ক্লাবটির। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গত মৌসুমের ‘নেভারলুজেন’ বায়ের লেভারকুজেনকে বিধ্বস্ত করেছে অল রেডরা।
অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে শাবি আলোনসোর লেভারকুজেনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল।
ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬১তম মিনিটে লিভারপুলের গোলের খাতার খোলার পর ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন লুইস দিয়াস। মাঝে একটি গোল করেন কোডি গাকপো।
আরও পড়ুন: জিওকেরেসের হ্যাটট্রিক, সিটিকে বিধ্বস্ত করে আমোরিমকে বিদায় দিল স্পোর্তিং
এই জয়ের ফলে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অপরাজেয় যাত্রা অব্যহত রইল লিভারপুলের। চার ম্যাচের প্রত্যেকটি জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করল স্লটের শিষ্যরা। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে লেভারকুজেন।
দিনের অপর ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউতে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া স্পোর্তিংয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি, শেষ মুহূর্তের গোলে স্ট্রাম গ্রাৎসকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, লাইপসিগকে ৩-১ গোলে হারিয়েছে সেল্টিক, আর দুই মাদ্রিদকে হারানোর পর এবার ইউভেন্তুসকে ১-১ গোলে রুখে দিয়েছে লিল।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের পরবর্তী ম্যাচ ২৭ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেদিন চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে আর্নে স্লটের দলের। একইভাবে রিয়াল মাদ্রিদের জন্যও এটি অগ্নিপরীক্ষাই বটে। টানা লিল ও এসি মিলানের বিপক্ষে হেরে নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে শুরুতেই পেছনে পড়ে গেছে কার্লো আনচেলত্তির দল।
আরও পড়ুন: বের্নাবেউতে এবার রিয়ালকে গুঁড়িয়ে দিল মিলান
অপরদিকে, লেভারকুজেনের পরবর্তী প্রতিপক্ষ তুলনামূলক সহজ। একই রাতে ঘরের মাঠে রেডবুল জালৎসবুর্গকে আতিথ্য দেবে শাবির শিষ্যরা।
১ মাস আগে