প্লেনের দরজা
শাহজালালে ভেঙে পড়ল প্লেনের দরজা, তদন্ত কমিটি গঠন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের প্লেনের দরজা ভেঙে গেছে।
এ ঘটনার তদন্তে টেকনিক্যাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যের (অপারেশন) নেতৃত্বে কমিটি গঠন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে বেবিচক: বেবিচক চেয়ারম্যান
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ইউএনবিকে বলেন, কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ কেইউ-২৮৩ ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরে টেকনিক্যাল কারণে বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে প্লেনের দরজা ভেঙে যায়।
তিনি আরও বলেন, যাত্রী নেমে যাওয়ার পর টেকনিক্যাল কারণে এই ঘটনা ঘটেছে। কী কারণে এই ঘটনা ঘটল সে বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্যের (অপারেশন) নেতৃত্বে তদন্ত করছে। কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ ও সংশ্লিস্টদের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানানো হবে।
এছাড়া কুয়েতগামী যাত্রীরা কেউ কেউ চলে গেছেন, এবং অন্যদের হোটেলে রাখা হয়েছে বলে জানান কামরুল ইসলাম।
কুয়েত এয়ারওয়েজ থেকে জানা যায়, কুয়েতগামী যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।
জানা যায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। প্লেনটির রাত পৌনে ৩ টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকাকে 'নীরব এলাকা' ঘোষণা করল ডিএনসিসি
১ মাস আগে