কৃষকের মাঝ প্রণোদনা
কুমারখালীতে ৬৭৫০ কৃষকের মাঝ প্রণোদনার সার-বীজ বিতরণ
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৪-২৫ রবি মৌসুমে ৬ হাজার ৭৫০ জন কৃষককে প্রণোদনার ১১ প্রকার ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফী মো. রফিকুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে এক হাজার ৭৫০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২৫০ জনকে ২ কেজি করে ভূট্টার বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, দুই হাজার ৩৫০ জনকে ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জনকে ২০ কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৫০ জনকে ১০ কেজি করে চিনাবাদাম বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এছাড়াও ৩৫০ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও রাসায়নিক সার, ৬০ জনকে ৫ কেজি করে মুগডাল বীজ এবং ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ৫৫০ জনকে ৫ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১৫০ জনকে ৮ কেজি করে খেসারি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার, ৪০ জনকে ২ কেজি করে আড়হড় ( আড়ল) বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং এক হাজার ২০০ জন কৃষককে দুই কেজি করে উচ্চফলনশীল জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
১ মাস আগে