মার্ক কাসাদো
দশজনের সোসিয়েদাদকে বিধ্বস্ত করে ফের চূড়ায় বার্সেলোনা
রিয়াল বেতিস, আথলেতিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ—লা লিগার অন্যতম শক্তিধর এই তিন দলের বিপক্ষে একই সপ্তাহে ম্যাচ ছিল যথাক্রমে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে আতলেতিকো। এরপর নিজেদের ম্যাচে প্রতিপক্ষ শুরুতেই দশজনের দলে পরিণত হলে কাজ সারতে মোটেও বেগ পেতে হয়নি কাতালান জায়ান্টদের।
রবিবার কাতালুনিয়ার অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।
ম্যাচের মিনিট পনেরো পরই লাল কার্ড দেখে সোসিয়েদাদ অধিনায়ক আরিৎস এলুস্তোন্দো মাঠ ছাড়লে ম্যাচ থেকেই ছিটকে যায় দলটি। এরপর ২৫ ও ২৯তম মিনিটে ফুলব্যাক জেরার্দ মার্তিন ও মিডফিল্ডার মার্ক কাসাদোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৬০তম মিনিটে বাকি গোলদুটি করেন রোনাল্দ আরাউহো ও রবের্ট লেভানডোভস্কি।
এই জয়ে ২৬ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে ফের টেবিলের শীর্ষস্থান দখর করল হান্সি ফ্লিকের শিষ্যরা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নেমে গিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: আর্জেন্টাইন স্পাইডারম্যানের গোলে শীর্ষে উঠল আতলেতিকো মাদ্রিদ
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে সার্জিও গোমেসের সেই গোল বার্সেলোনার অফসাইড ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়।
ত্রয়োদশ মিনিটে নিজেদের বক্সের মধ্যে ডিফেন্ডারদের সঙ্গে ওয়ান-টু করার মাঝে ছুটে গিয়ে সোসিয়েদাদ গোলরক্ষককে চেপে ধরেন পেদ্রি, সফলও হন তিনি। তবে শেষ পর্যন্ত বল ক্রসবারের উপর দিয়ে জালের ওপর গিয়ে পড়ে।
ষোড়শ মিনিটে আরও একবার বার্সার ডিফেন্স ভেঙে ভয়চিয়েখ স্টান্সনিকে পরাস্ত করেন ওরি ওস্কারসন, তবে সেবারও অফসাইড ফাঁদ এড়াতে পারেননি তিনি।
এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে ওঠা দানি অলমোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিৎস এলুস্তোন্দো। ভিএআর রিভিউতেউ লাল কার্ড বহাল থাকলে দলকে বিপদে ফেলে মাঠ ছাড়েন দলটির অধিনায়ক।
৩০ দিন আগে
রিয়ালের খেলোয়াড় ছাড়াই স্পেনের স্কোয়াড, আছে নতুন দুই মুখ
নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে এই দুই ম্যাচের জন্য দুই ফুটবলারকে প্রথমবার জাতীয় দলে ডাকলেও রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখেননি তিনি।
এর ফলে ২০২১ সালের পর প্রথম স্পেন দলে ডাক পেল না মাদ্রিদ জায়ান্টদের কোনো খেলোয়াড়। সে বছর লুইস এনরিকের অধীনে নেশন্স লিগের সেমিফাইনালে রিয়ালের ফুটবলারবিহীন ছিল স্পেন। তবে ওই বছরই ইউরোতে আবার লস ব্লাঙ্কোসদের খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজান বর্তমান পিএসজি কোচ এনরিকে।
এ বছর অনুষ্ঠিত ইউরোতেও স্পেন দলে ছিলেন রিয়ালের তিন খেলোয়াড়- দানি কারভাহাল, নাচো ও হোসেলু। তবে মৌসুম শেষে নাচো ও হোসেলু রিয়াল মাদ্রিদ ছেড়ে যথাক্রমমে সৌদি আর ও কাতারে চলে যান।
অবশ্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড় স্কোয়াডে না রাখার দায় মোটেও দে লা ফুয়েন্তের ওপর পড়ে না। সাম্প্রতিক বছরগুলোতে লা লিগা চ্যাম্পিয়নদের স্কোয়াডেই স্প্যানিশ প্রভাব কমেছে।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নবযুগের সূচনা করল স্পেন
বর্তমানে দানি কারভাহাল, লুকাস ভাসকেস, হেসুস ভায়েহো, দানি সেবায়োস ও ফ্রান গার্সিয়া থাকলেও মাঠের খেলায় নিয়মিত শুধু কারভাহাল। তবে চোটে কারভাহালের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তার জায়গায় ডাক পেয়েছেন লুকাস ভাসকেস। এছাড়া ফ্রান গার্সিয়া ও সেবায়োস মাঝেমধ্যে খেলে থাকলেও বেশিরভাগ সময় বেঞেই বসে থাকতে দেখা যায় তাদের।
অন্যদিকে, লা মাসিয়ার কল্যাণে বরাবরই দুর্দান্ত সব স্প্যানিশ প্রতিভা বিশ্ব দরবারে তুলে আনে বার্সেলোনা। ফলে জাতীয় দলেও ক্লাবটির খেলোয়াড়দের আধিক্য লক্ষ করা যায়। তবে সম্প্রতি লা লিগাসহ ইউরোপের শীর্ষ লিগগুলোতে স্প্যানিশ ফুটবলারদের প্রভাব বাড়ায় জাতীয় দল সাজাতে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের উপস্থিতি চোখে পড়ছে।
এরই ধাবাহিকতায় ঘরোয়া ও ইউরোপা লিগে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন গ্রীষ্মের দলবদলে পোর্তোয় নাম লেখানো স্প্যানিশ ফরোয়ার্ড সামু ওমরোদিয়ন।
আরও পড়ুন: প্রায় পুরো ম্যাচ ১০ জনে খেলা স্পেনে বিধ্বস্ত সুইজারল্যান্ড
১৪৪ দিন আগে