নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে সেতু থেকে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
নিহত যুবক সামিম (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চর নয়নশুকা এলাকার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, গতকাল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেহাইচর এলাকায় সামিম হঠাৎ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।
আরও পড়ুন: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় বাসিন্দা ও জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ (সোমবার) সকালে তার লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে সামিম নদীতে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
২১৫ দিন আগে
কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর জাকির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সুবিল গ্রামে এই ঘটনা ঘটে।
জাকির হোসেন (৩০) ওই গ্রামের মৃত শহিদ মিয়ার তৃতীয় ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে দুটি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ঘটনায় শোকের মাতম বইছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান জাকির। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম পুকুরটিতে খোঁজ করে। শনিবার (৯ নভেম্বর) সকালে পাশের অন্য আরেকটি একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকিরের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনি অভিযান চালাই। শনিবার সকাল ১০টায় জাকির হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমরা।’
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
৩৯২ দিন আগে