চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
নিহত যুবক সামিম (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চর নয়নশুকা এলাকার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান, গতকাল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেহাইচর এলাকায় সামিম হঠাৎ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।
আরও পড়ুন: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় বাসিন্দা ও জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ (সোমবার) সকালে তার লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে সামিম নদীতে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।